ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল দিয়ে গত ১০ দিনে ভারতে ৮০৫ টন ইলিশ রফতানি

অনলাইন ভার্সন
অক্টোবর ৩, ২০২০ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে বেনাপোল বন্দর দিয়ে গত ১০ দিনে ৮০৫ দশমিক ৭ টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে। যার মূল্য ৮০ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার।

প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার। রফতানি করা প্রতিটি ইলিশের সাইজ ১ কেজি ২০০ গ্রাম।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয় এবার ৯ জন রফতানিকারককে মোট ১ হাজার ৪৭৫ টন ইলিশ মাছ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ১২ টনের ইলিশের প্রথম চালান ভারতে রফতানি হয়। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ ভারতে গেছে।

২০১২ সালের ১ আগস্ট বাংলাদেশ ইলিশ রফতানি নিষিদ্ধ ঘোষণা করে। এর পর গত বছর শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল সরকার।

২০১৯ সালের ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশের সর্বশেষ চালান ভারতে প্রবেশ করে।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।