ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বুয়েটে ছাত্র হত্যার প্রতবিাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

khobor
অক্টোবর ৭, ২০১৯ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

জাবি প্রতিনিধি :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের নৃশংস হত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সোমবার দুপুর দেগটার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শহীদ মিনার সংলগ্ন রাস্তার পাশে প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ

মিনার এর সামনে থেকে মুরু হয়ে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন ,‘‘আবরারকে কোন লোকাল সন্ত্রাসী হত্যা করে নাই। তাকে হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের কিছু সন্ত্রাসী।শুধুমাত্র ভারত তোষণ নীতির সমালোচনা করার কারণে তার এই পরিণতি। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এর সমুচিত

জবাব দিবে। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাঈদ ফেরদৌস, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান, ধ্বনির সংগঠক ইমরান শাহরিয়ার প্রমুখ ব্যক্তি মানববন্ধনে বক্তব্য রাখেন। উল্লেখ্য, আবরারকে গতকাল দিবাগত রাত ৩ টায় পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।