ঢাকারবিবার , ১৯ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব মেট্রালজি দিবস উপলক্ষে কাল রাজশাহীতে আলোচনা সভা

omor faruk
মে ১৯, ২০১৯ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আগামীকাল সোমবার রাজশাহী মহানগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিশ্বের ৮০টিরও বেশি দেশের ন্যায় বাংলাদেশেও বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মেট্রোলজী দিবস পালন হবে। এবারের বিশ্ব মেট্রোলজী দিবসের প্রতিপাদ্য- “আন্তর্জাতিক পদ্ধতির একক মৌলিকভাবে উত্তম”। দিবসটি উদ্যাপন উপলক্ষে বিএসটিআই, রাজশাহী এর উদ্যোগে রাজশাহী মহানগরীর নানকিং চাইনিজ রেস্টুরেন্ট এর দরবার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল এন্ড

ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের উপ-পরিচালক সৈয়দ মোস্তাক হাসান ও রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি। আলোচনা অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিল্প ও বণিক সমিতি এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী, স্বায়ত্ত¡শাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং মহানগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী এর উপ-পরিচালক(মেট্রোলজী) ও বিভাগীয় অফিস প্রধান মোঃ খাইরুল ইসলাম।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।