ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব আর্থিক স্বাধীনতা সূচকের শীর্ষে হংকং-সিঙ্গাপুর,বাংলাদেশ ১৩৩

khobor
সেপ্টেম্বর ১৩, ২০২০ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইনডেক্স বা আন্তর্জাতিক আর্থিক স্বাধীনতা সূচক ২০২০-র তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৩। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১০৫ তম স্থানে। পাকিস্তানের অবস্থান ১২৯ এবং চীনের ১২৪। এই রিপোর্ট যৌথভাবে প্রকাশ করেছে কানাডার ক্যাটো ইনস্টিটিউট ও ফ্রেজার ইনস্টিটিউট।

শীর্ষস্থানে রয়েছে হংকং ও সিঙ্গাপুর। এছাড়াও শীর্ষ দশে রয়েছে- নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মরিশাস, জর্জিয়া, কানাডা এবং আয়ারল্যান্ড। তালিকায় সর্বনিম্ন দশটি স্থানে রয়েছে- ইরাক, কঙ্গো প্রজাতন্ত্র, মিশর, সিরিয়া, অ্যাঙ্গোলা, আলজেরিয়া, সুদান, লিবিয়া, ভেনেজুয়েলা।

কোন দেশে আর্থিক স্বাধীনতা কতটা তার পরিমাপ করাই এই রিপোর্টের উদ্দেশ্য। ১৬২ দেশ ও অঞ্চলের সঙ্গে তুলনার ভিত্তিতে কোন দেশের আর্থিক স্বাধীনতার পরিমাপ করা হয় বিভিন্ন নীতি ও প্রতিষ্ঠানগুলোর কার্যকলাপ বিশ্লেষণের মাধ্যমে। রিপোর্টে ব্যক্তিগত পছন্দের পর্যায়, বাজারে প্রবেশের দক্ষতা, ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির নিরাপত্তা, আইন-শৃঙ্খলা সহ বেশকিছু বিষয় বিবেচনায় রাখা হয়।।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।