ঢাকাশুক্রবার , ৯ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বাসায় ঢুকে এমপির মেয়েকে ছুরিকাঘাত

অনলাইন ভার্সন
নভেম্বর ৯, ২০১৮ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ঘণ্টা ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপী বড়ালের মেয়ে ও পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালকে বাসায় ঢুকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সরকারি বাসভবনে প্রবেশ করে এ হামলা করা হয়।

অদিতির বাসার কাজের মেয়ে বন্যা জানায়, এক যুবক নিজেকে রামানন্দ পালের অফিসের লোক পরিচয় দিয়ে কলিং বেল চেপে বাসায় প্রবেশ করে এবং অদিতির পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। অদিতির চিৎকারে পার্শ্ববর্তী বাসার লোকজন ছুটে আসে এবং তাকে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে অদিতি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার।

অদিতির স্বামী রামানন্দ জানান, এর আগেও তার স্ত্রীর ওপর দুই দফায় হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে আইনগত সকল ব্যবস্থা নেয়া হবে বলে জানান পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, অদিতি পার্শ্ববর্তী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় ২০০০ সালে খুন হওয়া আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কালীদাস বড়াল ও বর্তমানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপী বড়ালের কন্যা।

খবর ২৪ঘণ্টানই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।