সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৭ মে ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বানেশ্বরে ভেজাল মুক্ত আম বাজারজাত নিশ্চিতকরনে মতবিনিময় সভা

R khan
মে ৭, ২০১৮ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

পুঠিয়া প্রতিনিধিঃ ফরমালিন, কার্বাইডমুক্ত ও পরিপক্ক আম বাজারজাত নিশ্চিত করণে আম চাষী ও ব্যবসায়ীদের নিয়ে রাজশাহীর বৃহত্তর বানেশ্বর হাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সোমবার বিকাল ৪টায় বানেশ্বর ভূমি অফিস মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক এস, এম, আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ, রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল, পুঠিয়া থানা অফিসার ইনচার্জ সাকিল, পুঠিয়া উপজেলা কৃষি অফিসার মুনজুরুল রহমান,  বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী সুলতান, সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, বানেশ্বর বণিক সমিতি সাবেক সভাপতি আজিজুল বারী মুক্তা প্রমূখ। বক্তাদের বক্তব্য শেষে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যা কথা শুনেন ও সমধানের আশ্বাস দেন।খবর২৪ঘণ্টা.কম/নজ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।