সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ১৩ মার্চ ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বাগাতিপাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় অর্থদন্ড

R khan
মার্চ ১৩, ২০১৮ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় অর্থদন্ড ও ভরাট বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরিনা সুলতানা। দন্ডাদেশ প্রাপ্ত হলেন উপজেলার ঘোরলাজ মহল্লার মৃত হিম্মত আলীর ছেলে নুরুল ইসলাম (৫০)।

জানা যায় উপজেলার বড়াল নদীতে কিছুদিন যাবৎ নুরুল ইসলাম অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বড়াল নদীর ঘোরলাজ ঘাটে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেখানে নুরুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থ দন্ড করে এবং উত্তোলনকৃত ১০ হাজার ঘনফুট ভরাট বালি জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু পার্শ্ববর্তি লালপুর উপজেলার ভিতর থাকায় ওই থানার ৩নং চংধুপইল ইউপি চেয়ারম্যান আবু আল বেলালের জিম্মায় রাখা হয়েছে বলে জানা যায়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।