ঢাকাবুধবার , ২৩ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

বিনোদন ডেস্ক
মার্চ ২৩, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সে দেশের মাটিতে প্রথমবারের মতো ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন টেস্ট খেলাতেও ক্রিকেট দল জয়ের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।

এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচ হেরে যায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তামিম ইকবালের দল।

৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তাসকিন আহমেদ। পুরো সিরিজে ৮ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজও হন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ১৫৪/১০ (৩৭ ওভার)।

বাংলাদেশ: ১৫৬/১ (২৬.৩ ওভার)।

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

বিএ /

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।