ঢাকামঙ্গলবার , ৩০ এপ্রিল ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বদলে যাচ্ছে টাইগারদের বিশ্বকাপ জার্সি

অনলাইন ভার্সন
এপ্রিল ৩০, ২০১৯ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপ ক্রিকেটের জন্য তৈরি জাতীয় ক্রিকেট দলের জার্সি বদলে যাচ্ছে। সোমবার দিবাগত রাতে একটি বেসরকারি গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান।

পাপন বলেন, দেশের জনগণের আকাঙ্ক্ষা ও সাধারণ দর্শকদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ক্রিকেট দলের জার্সি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সোমবার দুপুরে বিশ্বকাপের জন্য জাতীয় ক্রিকেট দলের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে বিসিবি। অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাসহ বিশ্বকাপে টাইগার স্কোয়াডের সদস্যরা ওই জার্সি পরে ফটোসেশনে অংশ নেন। সবুজ রঙা জার্সিতে বাংলাদেশের নাম ও জার্সি নম্বর লেখা সাদা রঙে। কোথাও নেই লালের ছোঁয়া।

এই জার্সির ছবি প্রকাশ পেলে অনলাইনে-অফলাইনে সমালোচনার ঝড় ওঠে। টাইগার জার্সিতে জাতীয় পতাকার লাল-সবুজের থিম অনুপস্থিত থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রিকেটপ্রেমীরা। জার্সি পরিবর্তনের দাবিও জানান তারা।

খবর২৪ঘণ্টা, এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।