ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

খবর২৪ঘন্টা ডেস্ক
মে ১০, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী গাড়িবহর হামলা মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেককে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৯ মে) গভীর রাতে সাতক্ষীরা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি আব্দুল মালেক সাতক্ষীরার কলারোয়া থানার বাসিন্দা।

র‍্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের শিকার এক নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। ফিরে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় কতিপয় সন্ত্রাসী পথরোধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ গাড়িবহরে হামলা চালায়। গ্রেফতার আসামি আব্দুল মালেক ওই অপরাধীদের মধ্যে অন্যতম। তিনি তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ফলে ১০-১২ জন নেতাকর্মী গুরুতর আহত হয়।

আসামি আব্দুল মালেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় চলতি বছর ১৮ এপ্রিল সাতক্ষীরা স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিচারক আসামি মো. আব্দুল মালেকসহ ৪৮ জনকে সাজা দেন।

এরই ধারাবাহিকতায় ৯ মে রাতে র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।