ঢাকাসোমবার , ২১ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী কোটা থাকছে: মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন ভার্সন
জানুয়ারি ২১, ২০১৯ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ঘণ্টা ডেস্ক: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা, ২০১৫ এর আলোকে প্রতিবন্ধীবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এতে করে প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরিতে পূর্বের কোটা ব্যবস্থা বহাল থাকছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, ‘আইনে যে বিধি (প্রভিশন) আছে, তা বাতিল হয়নি। প্রশাসনিক নির্দেশ দিয়ে আইন কখনো ডিঙানো (সুপারসিট) হয় না। আমাদের এই অংশটা প্রশাসনিক ব্যবস্থা হবে।’

প্রতিবন্ধীদের জন্য কত শতাংশ কোটা থাকছে— এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগে যা ছিল সেটিই থাকবে। এই শতাংশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সেটিই অনুসরণ করা হবে।’

খবর ২৪ঘণ্টানই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।