ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত সর্দার নিহত

অনলাইন ভার্সন
অক্টোবর ১৮, ২০১৯ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে গোলাগুলিতে পাঁচটি ডাকাতি মামলার আসামি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রসুলপুর আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

নিহত মোতালেব গফরগাঁও উপজেলার রসুলপুরের ছয়ানী গ্রামের কেতু শেখ ওরফে আব্দুল গফুরের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাতে গফরগাঁও-রসুলপুর আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতদল- গোপনসূত্রে এমন খবর পেয়ে ডিবি পুলিশের দুটি দল অভিযান চালায় সেখানে।

ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। সহযোগী ডাকাতদল পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব নামে একজনকে আটক করে পুলিশ।

আহত মোতালেবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোতালেবের বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আকরাম হোসেন নামে এক এসআই আহত হয়েছেন।

খবর২৪ঘণ্টা, এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।