ঢাকাসোমবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারকে ২.৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা অমিতাভের

অনলাইন ভার্সন
ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ৭:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। শহিদ জওয়ানদের পরিবারপিছু ৫ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন বিগ বি। সবে মিলিয়ে তিনি দেবেন ২.৫ কোটি টাকা। অমিতাভ টুইট করে জানিয়েছেন, শহিদের সংখ্যা ৪৯-এ গিয়ে দাঁড়িয়েছে। এর জন্য আমি দিচ্ছি ২.৫ কোটি টাকা।

শহিদ জওয়ানদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন দেশের একাধিক সেলিব্রিটি। ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ জানিয়েছেন তিনি তাঁর স্কুলে শহিদ জওয়ানদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে দেবেন। অমিতাভের মুখপাত্র সংবাদসংস্থাকে আগেই অবশ্য জানিয়েছিলেন, বচ্চনজি প্রতিটি শহিদের পরিবারকে ৫ লাখ টাকা দেবেন। সেটি কী পদ্ধতিতে করা যাবে তা এখন খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় শহিদ হয়েছেন ৪০ জওয়ান। এদিন জম্মু থেকে সিআরপিএফের একটি কনভয় শ্রীনগর যাচ্ছিল। সে সময় অবন্তীপোরার কাছে একটি বিস্ফোরকভর্তি গাড়ি এসে ধাক্কা মারে ওই কনভয়ে। হামলায় দায় স্বীকার করেছ জইশ-ই-মহম্মদ। গাড়ি বোমা নিয়ে হামলা করে এলাকারই যুবক আদিল আহমদ দার।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।