ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে ৪০ শিল্পীকে হুমকির অভিযোগ

অনলাইন ভার্সন
সেপ্টেম্বর ৫, ২০১৯ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: বাংলাদেশের ৪০ তারকাশিল্পীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে জুবাইর নামের এক লন্ডন প্রবাসী ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে গুলশান থানায় সব শিল্পীর পক্ষে জিডি করেছেন গীতিকার কবির বকুল। তিনি গণমাধ্যমকে জানান, জিডি করার পরেও ওই ব্যক্তি শিল্পীদের এসএমএস করে ভয়ভীতি দেখাচ্ছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, তদন্ত করে বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
হুমকি পাওয়া শিল্পীদের তালিকায় আছেন চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল, অভিনেত্রী সোহানা সাবাসহ আরও অনেকে।

লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ আয়োজনের কথা বলে জুবাইর শিল্পীদের কাছ থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেন। হুমকি বার্তায় জুবাইর বলেছেন, বাংলাদেশের একজন অভিনেত্রী এবং ওই তার ভাই প্রতারণা করে তার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা নিয়েছে। সেই টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করতে বলেন। ফেরত না দিলে কোনো শিল্পী যেন দেশের বাইরে যেতে না পারেন, সেই ব্যবস্থা করবেন।

এ বিষয়ে কবির বকুল বলেন, সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সাথে শিল্পীদের হয়রানির কোনো প্রশ্নই ওঠে না।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।