ঢাকাবুধবার , ২৩ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে অনিয়ম ও রোহিঙ্গা সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ: মার্কিন কর্মকর্তার টুইট

অনলাইন ভার্সন
জানুয়ারি ২৩, ২০১৯ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: রাখাইন ও রোহিঙ্গা সংকট, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় অনিয়মে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং বন্ধুসহ নিজ বাসায় নির্মম হত্যাকোণ্ডের শিকার মার্কিন দাতব্য সংস্থার কর্মী জুলহাজ মান্নানের ন্যায় বিচার নিশ্চিত করা- এই ৩ ইস্যুতে সফররত বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ওয়াশিংটন বৈঠকে আলোচনা হয়েছে।

এমনটাই জানিয়েছেন ইউএসএআইডি প্রশাসক মার্ক গ্রীণ। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রচারিত ক্ষুদে বার্তায় তিনি উল্লিখিত তিন ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন। ২২ জানুয়ারির ওই বৈঠকের সচিত্র সংবাদ বিজ্ঞপ্তিও টুইট বার্তায় প্রচার করেছেন তিনি।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।