ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় আরো ১ জন আটক

khobor
নভেম্বর ১৫, ২০১৯ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে সানোয়ার হোসেন রাসেল (৩০) নিহত হওয়ার ঘটনায় আরো ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর চন্দ্রিমা থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত ব্যক্তি নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল স্টেশনপাড়া রেল কোয়ার্টার এলাকার মৃত কালু শেখের ছেলে উজ্জল আলী নয়ন (৩০)। উজ্জ্বল এ হত্যা মামলার সন্দেহভাজন আসামী। এ তথ্য নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ

কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, বুধবার দুপুরে নগরীর চন্দ্রিমা থানাধীন সরঞ্জাম নিয়ন্ত্রক/পশ্চিম, অফিস চত্বর, বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী অফিসের প্রধান ফটকের উত্তরে পাকা রাস্তার সুজন হোসেন (৩০) নের্তৃত্বে হামলায় সানোয়ার হোসেন রাসেলের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মনোয়ার হোসেন রনি বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে মামলা দায়ের করে। সেই মামলায় পুলিশ অভিযান চালিয়ে আরো ১ জনকে

গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে আরো ৭ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, গত বুধবার দুপুরে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজা ও সুজন পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়। এরমধ্যে রাসেলসহ তিনজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যুবরণ করে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।