সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে বাল্যবিবাহ নারী নির্যাতন প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

omor faruk
নভেম্বর ৫, ২০১৯ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতাবৃদ্ধিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের প্রথম দিনে দুর্গাপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শ ২০জন প্রশিক্ষনার্থী অংশ নেন। মঙ্গলবার ১০টায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন দুর্গাপুর পুঠিয়ার সংসদ সদস্য ড. মনসুর রহমান।
পরে উপজেলা পরিষদ হলরুমে নারী নির্যাতন প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর পুঠিয়ার সংসদ সদস্য ড. মনসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিভাগের ডা. হালিমা বেগম প্রমুখ।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।