খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় নেন্দেলু চন্দ্র দেবশর্ম্মা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর বাজারে পাশ্ববর্তী মাহাতাবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নেন্দেলু চন্দ্র দেবশর্ম্মা (৭০) বিরলের মঙ্গলপুর বাজারে পাশ্ববর্তী মাহাতাবপুর গ্রামের মৃত হরেক চন্দ্র দেকশর্ম্মার ছেলে।
স্থানীয়রা জানান, বিরল উপজেলার মঙ্গলপুর বাজারে পাশ্ববর্তী মাহাতাবপুর গ্রামের পথচারী নেন্দেলু চন্দ্র দেবশর্ম্মা (৭০) রাস্তা দিয়ে যাবার সময় পিছন দিক থেকে একটি ইজিবাইক ধাক্কা দিলে নেন্দুলর মৃত্যু হয়। এলাকার উত্তেজিত জনতা চালকসহ ইজিবাইকটিকে আটক করে।
বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ