ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস

অনলাইন ভার্সন
ডিসেম্বর ২৮, ২০১৯ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: টানা শৈত্যপ্রবাহে উত্তরের জনপদ দিনাজপুরের মানুষের জনজীবন বিপর্যস্ত। শ্রমজীবী আর অসহায় মানুষেরা কনকনে ঠাণ্ডায় কাজ করতে না পারায় পরিবার নিয়ে চরম কষ্টে রয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন আরটিভি অনলাইনকে জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, হিমেল বাতাস জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা কমে এসেছে। এটি আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।