সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

তামাক দ্রব্যের ওপর কর বাড়ান : রুমিন ফারহানা এমপি

Abir k24
জুন ১১, ২০২০ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ধূমপান এবং জর্দা, গুল ও সাদাপাতা সেবন ফুসফুস ও শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয়। এ দুঃসময়ে ব্যবহারকারীকে তামাক ব্যবহার থেকে বিরত রাখার জন্য তামাক পণ্যের দাম বাড়ার প্রস্তাব করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি।

বুধবার উবিনীগ ও তাবিনাজের আয়োজনে ‘তামাকের ক্ষতি ও কর সংলাপ : ২’র ফেসবুক লাইভ অনুষ্ঠানে এই বাজেট অধিবেশনে তামাক পণ্যের ওপর কর বাড়ানোর প্রস্তাবের সমর্থনে রুমিন ফারহানা আরো বলেন, তামাক কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নয়। যদি আইনে তা থাকে তাহলে তা সংশোধন করার উদ্যোগ নিতে হবে। জাতীয় সংসদে অন্যান্য সংসদ সদস্যরা, যারা এ নিয়ে কাজ করছেন, তিনি তাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। খবর২৪ঘন্টা /এবি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।