ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

তানোরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

khobor
অক্টোবর ৩১, ২০২০ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

তানোর প্রতিনিধি : মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র, এ স্লোগানকে সামনে রেখে আজ তানোরে তালন্দ হাই স্কুল মাঠে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসআই আনিসুর রহমানের সঞ্চালনায় ও তানোর থানা অফিসার ইনচার্জ রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও তানোর গোদাগাড়ী ১-আসনের সাংসদ
আলহাজ্ব ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল,আব্দুর রাজ্জাক,  তানোর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি  সাবেক তালন্দ ইউপি চেয়ারম্যান ও তালন্দ এ এম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু প্রদীপ কুমার মজুমদার, সাধারণ সম্পাদক মুণ্ডমালা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা
পরিষদের সদস্য গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ খান, তানোর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল। নবী বাবু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি  ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর পৌর যুবলীগের সভাপতি ওহাব সরদার সাধারণ সম্পাদক রাজিব সরকার হিরো এসআই এখলাচ হোসেন, এসআই সাইফুল ইসলাম,  এএসআই শবনম, এএসআই মুকুল সহ বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, পুলিশ জনগণের বন্ধু, তাই পুলিশকে সকল কাজে সহযোগিতা করতে হবে, তাহলেই সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দূর হবে।
এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।