সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ১৪ জানুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ডিএসই-৩০ সূচকে তিন কোম্পানি রদবদল

R khan
জানুয়ারি ১৪, ২০১৮ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নিয়মিত সূচক পুনঃগণনার অংশ হিসেবে ব্লুচিপ সূচক ‘ডিএসই-৩০’ পুনঃসমন্বয় করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এতে এই স্চূকে নতুন করে যুক্ত হয়েছে একটি ব্যাংকসহ তিনটি প্রতিষ্ঠান। অপরদিকে সূচকটি থেকে বাদ পড়েছে একটি ব্যাংকসহ তিনটি কোম্পানি।

আগামী ২১ জানুয়ারি থেকে এ পরিবর্তন কার্যকর হবে বলে রোববার ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, নির্ধারিত শর্ত পূরণ করে অর্ধবার্ষিক পুনঃগণনায় নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই-৩০’-এ জায়গা করে নিয়েছে ৩টি কোম্পানি।

কোম্পানি তিনটি হলো- ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

অপরদিকে শর্তপূরণে ব্যর্থ হওয়ায় ডিএসই-৩০ থেকে বাদ পড়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড, পূবালী ব্যাংক এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।