খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টাফ অফিসের বেলজার রহমান জানায়, সকাল ৮টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়।
এদিকে সকাল ৯টার দিকে সদর উপজেলার ২৯ মাইল নামক স্থানে আলু বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাবলু এন্টারপ্রাইজের একটি নৈশ কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ি চালকসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ