ঢাকামঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে র‍্যাবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর চারঘাটে বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ মোঃ আব্দুজ্জোহা বাবু (৩৮) নামের এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন মিয়াপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান ,২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী মোঃ আব্দুজ্জোহা বাবু বাঘা থানাধীন নতুন হাবাসপুর (বিনোদপুর) মোঃ রেজাউল করিম অরফে নিশানের ছেলে।

সোমবার রাতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে জানাযায়, কতিপয় অস্ত্র ব্যবসায়ী যাত্রীবেশে ১টি ব্যাটার চালিত চার্জার ভ্যানযোগে চারঘাট লিলিহল হতে চারঘাট বাজারের দিকে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন মিয়াপুর গ্রামে চেকপোষ্ট পরিচালনাকালে ১টি ব্যাটারিচালিত চার্জার ভ্যান সংকেত দিয়ে থামানো হয়।

এ সময় ২ব্যক্তি তাদের সঙ্গে থাকা ১টি কাটুন নিয়ে পালানোর চেষ্টাকালে ১জনকে ঘটনাস্থলেই আটক করা হয়। তবে অপর ১জন ব্যক্তি অন্ধকারে দৌঁড়ে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে সে জানায় , তার ডান হাতে থাকা র‌্যাপিং পেপার দ্বারা মোড়ানো ১টি কোকোলা বিস্কুটের কার্টুনের ভিতরে অস্ত্র ও গুলি আছে। অপর সহযোগী পলাতক আসামী পরস্পর যোগসাজসে অবৈধ উদ্ধারকৃত পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগজিন ও গুলি অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল।

এ ব্যপারে আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।