ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে ধরা পড়েছে বিষাক্ত রাসেল ভাইপার

khobor
নভেম্বর ২, ২০১৯ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

পুঠিয়া প্রতিনিধি : চারঘাটে ধরা পড়েছে ভয়ংকর বিষধর ‘রাসেল ভাইপার’ সাপ রাসেল ভাইপার’ ছোবলেই মৃত্যু নিশ্চিত। কারণ রাসেল ভাইপারে কামড়েছে অথচ বেঁচে গেছেন এমন উদাহরণ নেই বললেই চলে। আবার কেউ ভাগ্যক্রমে বেঁচে গেলেও এই সাপের বিষ ‘হেমোটক্সিন’ হওয়ায় মাংস পঁচেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় । শনিবার (২ নভেম্বর) ভোরে রাজশাহীর চারঘাটের পদ্মা নদীর কিনারে বালুঘাট থেকে ধরা হয়েছে প্রায় ৩/৪ ফুট লম্বা ভয়ংকর বিষধর ও বিরল প্রজাতির রাসেল ভাইপার সাপ। সাপটি ‘চন্দ্রবোড়া’ বা ‘উলুবোড়া’ নামেও পরিচিত।

এর বৈজ্ঞানিক নাম Daboia russelii। ‘সাপটি অনেকটা অজগরের মত দেখতে হলেও এটি আসলে পৃথিবীর অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপার’। উল্লেখ্য, বিরল প্রজাতির এই সাপটি প্রচণ্ড বিষধর। ২০১৫ সালে বরেন্দ্র অঞ্চলে বিরল এই রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত ৩ জনের হাত পা কেটে ফেলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। ওইবার প্রায় ২৫ বছর পর এই বিরল প্রজাতির সাপটির দেখা মিলেছিল।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।