ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে নিহত ১

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৩, ২০১৯ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: জামালপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ইসলামপুর উপজেলার কুটিলার চরে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১১ মামলা রয়েছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার সন্ধ্যায় যমুনার দুর্গম চর সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর থেকে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে চিনাডুলি ইউনিয়নের যমুনার দুর্গম চর কুটিলার চরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।

এ সময় বালুর চরে পুঁতে রাখা অবস্থায় একটি রিভলবার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আলী ডাকাতকে নিয়ে ফিরে আসার সময় তার সহযোগীরা পুলিশের উপর হামলা ও গুলি চালায়।

এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় আলী ডাকাত। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইসলামপুর থানার এএসআই আব্দুল লতিফ, কনস্টেবল টিটু সরকার ও রকিবুল ইসলাম নামে ৩ পুলিশ সদস্য আহত হয় বলে জানান ওসি। 

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।