ঢাকাশুক্রবার , ১৯ এপ্রিল ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ নিহত ১

অনলাইন ভার্সন
এপ্রিল ১৯, ২০১৯ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: গাজীপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। তবে র‌্যাবের দাবি, ওই ব্যক্তি অস্ত্র বিক্রেতা ছিলেন। এসময় র‌্যাবের দুই সদস্য উজ্জ্বল ও সানাউল্লাহ আহত হয়েছেন।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে অস্ত্র কেনাবেচা খবর পেয়ে তাদের একটি টহল টিম নগরের সালনা এলাকায় পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অস্ত্র কেনাবেচায় জড়িতরা র‌্যাব সদস্যদের গুলি করে। র‌্যাব পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুরুতর অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-১-এর পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘বন্দুকযুদ্ধে’র সময় র‌্যাবের দুই সদস্য আহত হন। এসময় অস্ত্র কেনাবেচায় জড়িত আরও কয়েকজন উপস্থিত উপস্থিত থাকলেও তারা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।