ঢাকাশনিবার , ২৬ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

খেজুরের রস পানের পর শিশুর মৃত্যু

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
নভেম্বর ২৬, ২০২২ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর বাঘা উপজেলায় খালি পেটে খেজুরের রস খেয়ে তোয়া ইসলাম (৯) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তোয়ার পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার খুব সকালে খালি পেটে খেজুরের রস পান করে অসুস্থ হয়ে পড়ে তোয়া। পরে বমি শুরু করলে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে পাঠান। পথিমধ্যে তার অবস্থা আশঙ্কাজনক দেখা গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. কাওসার আহম্মেদ জানান, শিশুটি আমাদের কাছে নিয়ে আসার আগেই মারা গেছে। খালি পেটে খেজুরের রস খাওয়ায় বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। ওই কারণে তার মৃত্যু হতে পারে।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।