ঢাকামঙ্গলবার , ২৭ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় করোনায় ১৯ জনের প্রাণহানি

অনলাইন ভার্সন
জুলাই ২৭, ২০২১ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭.৪৮ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ২৩৫ জন করোনা রোগী।

তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২শ’ বেডের অনুকূলে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ১৮২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৩৬ জন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

তিনি আরও জানান, গত ৭ দিনে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৯০ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৫২৩ জনের মৃত্যু হলো।

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।