নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস প্রতিরোধে ও এ থেকে বাঁচতে গাইবান্ধা জেলা পুলিশ এর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, সচেতনতামূলক প্রচারণা সম্বলিত ব্যানার। সোমবার সকালে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এর উদ্বোধন করেন, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো: তৌহিদুল ইসলাম। সচেতনতামূলক বিশাল ব্যানার লাগানো হয় ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দুটি বেশিনে হ্যান্ডওয়াশ দেয়া হয়। যাতে সেখানে যাতায়াতকারী মানুষ
হাত পরিস্কার করে ভেতরে প্রবেশ করে। গাইবান্ধা জেলা পুলিশ সূত্রে জানা গেছে,জেলা পুলিশের কার্যালয়ে যাতায়াতকারী লোকজনের জন্য বেশিনে রাখা হ্যান্ডওয়াশ রাখা হয়েছে। হাত ধুয়ে ভেতরে প্রবেশ করবে। বড় ব্যানারে সচেতনতামূলক কিছু উক্তি লেখা হয়েছে তার মধ্যে রয়েছে, আতঙ্ক ও গুজব, ভয় নয় সচেতনতায় প্রতিরোধের সর্বোত্তম উপায়। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে অপ্রয়োজনীয় জনসমাগম এড়িয়ে চলা ও করোনাভাইরাস এ আতঙ্কিত না হওয়ার হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে।
এমকে