ঢাকাবুধবার , ১২ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্ট ইন্ডিজের রাসেলে ভয় বাংলাদেশ কোচের

অনলাইন ভার্সন
জুন ১২, ২০১৯ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিত্যাক্ত হওয়ায় বিশ্বকাপে সেমি-ফাইনালে ওঠার রাস্তা অনেকটা কঠিন হয়ে গেলো বাংলাদেশের জন্য। এই আশা জিইয়ে রাখতে পরের ম্যাচগুলোতে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ওই লড়াইয়ে প্রতিপক্ষের খেলোয়াড় আন্দ্রে রাসেলকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস।

বিশ্বকাপের আগেই অবশ্য ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিনটি ম্যাচেই উইন্ডিজকে হারের স্বাদ দিয়েছে তারা। তাদেরকে হারিয়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শিরোপা জিতে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

তবে উইন্ডিজের ঐ দলের সাথে বিশ্বকাপ দলের বেশ পার্থক্য আছে। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে দলটিতে ছিলেন না বেশ কয়জন তারকা ক্রিকেটার। তাদেরই একজন আন্দ্রে রাসেল, যিনি চলতি বিশ্বকাপের শুরু থেকেই আলো কেড়ে নেওয়া তারকাদের অন্যতম।

স্টিভ রোডস মনে করেন, এই রাসেলই হয়ে উঠতে পারেন বাংলাদেশের হুমকি- “তাদের সবচেয়ে বিপজ্জনক ক্রিকেটার আন্দ্রে রাসেল। সে ভয়ানক একজন প্রতিপক্ষ। সে ক্রিকেটের অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যানদের একজন। তার দিনে সে বোলারদের কাছে অনেক কঠিন হয়ে উঠতে পারে। সে আমাদের কাছ থেকে গেইম দূরে নিয়ে যেতে পারে।”

তবে সাম্প্রতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে বলে জানালেন রোডস। একইসাথে জানালেন নিজের শক্তির দিক সম্পর্কেও। বাংলাদেশ কোচ বলেন, “সম্প্রতি আমরা উইন্ডিজ বোলারদের বিপক্ষে খেলেছি। আমরা জানি তারা কেমন করতে পারে। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে।”

“সাদা বলে আমরা যেভাবে খেলছি তাতে সন্তুষ্ট। আমাদের ভালো খেলোয়াড় আছে। আমরা খুব বেশি ভাবছি না। তারা বরং আমাদের খেলোয়াড়দের নিয়ে ভাবতে পারে।”

টটনে কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।