ঢাকাবৃহস্পতিবার , ৫ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আবারও বাড়লো সয়াবিন তেলের দাম

খবর২৪ঘন্টা ডেস্ক
মে ৫, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

আবারও বাড়ানো হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। লিটারে ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে।আর পাম সুপার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৮৫ টাকা। আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে নতুন দাম।

বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফাচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে তেলের দাম বাড়ানো হয়েছে।এখন থেকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হবে। আর বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকায় বিক্রি হবে।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।