সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে মার্কিন হামলায় ৮৬ তালেবান নিহত

অনলাইন ভার্সন
অক্টোবর ২৮, ২০১৯ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: আফগানিস্তানে গত চব্বিশ ঘণ্টায় আফগান ও মার্কিন বাহিনীর বিমান হামলায় ৮৬ জনের বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে। এসব হামলায় আহত হয়েছে আরো ১৯ তালেবান।

শনিবার আফগানিস্তানের কান্দাহার ও ফারিব প্রদেশে তালেবানদের ঘাঁটিগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

ফারিয়াব প্রদেশের পুলিশ প্রধান আবুল কারিম রোববার জানান, তালেবানদের একটি দল শনিবার রাতে পাশতুনকোট জেলার নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এরপরই তাদের লক্ষ্য করে ২৪ ঘণ্টা ধরে বিমান হামলা চালায় আফগান ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান বাহিনী।

ওই আফগান কর্মকর্তা আরো জানান, ওই অভিযানে ফারিয়াব প্রদেশে ৫৩ তালেবান যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছে।

প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, কান্দাহার প্রদেশের দক্ষিণের মারুফ ও শাহ ওয়ালি কোট জেলায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ৮ জন আহত হয়েছে।

এদিকে, কান্দাহারে যুক্তরাষ্ট্রের একটি গাড়ি বহর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তালেবান। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বাহিনী কোনও মন্তব্য করেনি।

তালেবানের মুখপাত্র কারি ইউসুফ জানান, কান্দাহারে একটি সাঁজোয়া যান সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই গাড়ির সবাই নিহত হয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী কোনো মন্তব্য করেনি।

খবর ২৪ঘণ্টা/ জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।