ঢাকাসোমবার , ২২ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর ৬ মাসের কারাদণ্ড

অনলাইন ভার্সন
জুলাই ২২, ২০১৯ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। চেক বাউন্সের একটি মামলায় গত শুক্রবার আলিপুরের মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট শুভদীপ চৌধুরী এ রায় দেন।

রায়ে বলা হয়, বিশ্বজিৎ চক্রবর্তী যে টাকা ধার নিয়েছিলেন, তা ফেরত দেয়ার পাশাপাশি অতিরিক্ত ৩০ শতাংশ দিতে হবে। না দিলে আরও ছয় মাসের কারাবাসের নির্দেশ দেবেন আদালত।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ওই অভিনেতা। তিনি বলেন, ‘যা বলার তা আমার আইনজীবী বলবেন।’

বিশ্বজিতের আইনজীবী সৈকত দত্ত মজুমদার জানান, নিয়ম অনুযায়ী কোনো অপরাধে কারও দুই বছর বা তার কম সাজা হলে তৎক্ষণাৎ আদালত তাকে জামিনে মুক্তি দেন। এ ক্ষেত্রেও তার মক্কেল জামিন পেয়েছেন।

এক মাসের মধ্যে ওই রায়ের বিরুদ্ধে আপিল মামলাও দায়ের হবে বলে ওই আইনজীবী জানান।

জানা গেছে, ২০১৫ সালে একটি সংস্থার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন বিশ্বজিৎ চক্রবর্তী। তবে ধার শোধ করতে ওই সংস্থাকে যে কয়েকটি চেক দেন তিনি, সেগুলো ব্যাংকে জমা দেয়ার পর বাউন্স করে। অর্থাৎ অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না।

এ ঘটনায় ২০১৭ সালে ওই অভিনেতার বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা করেন সংস্থার কর্মকর্তা দর্শন খামানি। দুই বছর মামলা চলার পর কয়েকদিন আগে শুনানি শেষ হয়। শুক্রবার রায় দেন বিচারক।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।