সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ৫ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

অপরাধ দমনে সোচ্চার ওসি সোহরাওয়ার্দী

অনলাইন ভার্সন
সেপ্টেম্বর ৫, ২০২১ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

যোগদানের পর থেকে নিজ যোগ্যতা আর কর্ম দক্ষতার বলে ইতিমধ্যেই সচেতন মহল ও সাধারণ জনগনের মন জয় করেছেন রাজশাহীর পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন। সেই সাথে একজন সফল ওসি হিসেবে গুণাবলীর প্রয়োজন তা তিনি দেখাতে সক্ষম হয়েছেন। পুঠিয়া থানায় যোগদানের পর থানা এলাকা থেকে টাউট-বাটপার ও দালালদের দৌরাত্ম বন্ধ হয়েছে। পুলিশী সেবা গ্রহীতাদের এখন আর দূর্ভোগ পোহাতে হয় না।

এছাড়াও মাদক, সন্ত্রাস অপরাধ দমন এবং জঙ্গীবাদ বিরোধী অভিযানেও সফল হয়েছেন (ওসি) সোহরাওয়ার্দী হোসেন। মাদক বিরোধী অভিযানে অবিরাম ভূমিকা রাখছেন তিনি। করোনা মহামারীতে লকডাউন বাস্তবায়নে অগ্রনী ভুমিকা পালন করেছেন থানা পুলিশ তার নেতৃত্বে। অপরদিকে পুঠিয়ায় অবৈধভাবে গড়ে উঠা ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান অব্যাহত রয়েছে। তাকে সার্বিকভাবে সহযোগিতা করতে পাশে আছেন থানার

ওসি (তদন্ত) আনোয়ার হোসেনসহ সকল অফিসার ও পুলিশ সদস্যরা। ধনী-গরীব সবার জন্য ওসির দরজা সব সময় উন্মোক্ত করেছেন তিনি। পুঠিয়া থানা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা, ডাকাতি, চুরি, ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করে যাচ্ছেন (ওসি) মোঃ সোহরাওয়ার্দী। পুঠিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ কালে অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী বলেন,

মানুষের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা আমার দায়িত্ব। ওসি হিসেবে যতদিন কর্মরত আছি, ততদিন আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে আমার দায়িত্ব পালন করে যাবো। যেন মানুষ শান্তিতে ঘুমাতে ও সস্থিতে থাকতে পারে। তিনি বলেন, কর্মজীবনে বহুবার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। আমি মানবতা ও মানবিক দৃষ্টিকোণ দিয়ে সকল সমস্যা সমাধানের লক্ষ্যে মানুষের কল্যাণে কাজ করতে চাই। কেউ যদি কোথাও সন্ত্রাসী, মাদক ব্যবসা,

চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই করে আর সে ঘটনা যদি পুলিশকে জানানো হয় তাহলে তথ্য দাতার পরিচয় গোপন রেখে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। পুঠিয়া থানার (ওসি) মোঃ সোহরাওয়ার্দী আরো বলেন, অপরাধ দমনের পাশাপাশি উপজেলাকে মাদক মুক্ত করার প্রত্যয়ে থানার পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স – ছাড় পাবে না নাশকতাকারীরাও। তিনি বলেন, জঙ্গী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যহত থাকবে। তিনি আরো বলেন, থানার অফিসার বা সদস্য কোন অপকর্ম করছে বলে প্রমানিত হলে আমাকে জানালে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান (ওসি) সোহরাওয়ার্দী ।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।