সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে বিউটি বেগম (২৫) নামে এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুশীল চন্দ্র বর্মণ (২৮) নামে এক ইমারত নির্মাণ শ্রমিক ও মথুরলাল বর্মণ (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিভিন্ন সুত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের উজান তেওড়া গ্রামের আব্দুল হামিদের মেয়ে এক সন্তানের জননী বিউটি বেগম বাবার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার স্বীকার হয়ে মারা যান। এদিকে, একই সময়ে ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত রবিলালের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টেবল মথুরলাল বর্মণ পারিবারিক শ্মশ্বান মেরামত কাজে তদারকি ও মেরামত কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিক সুশীল চন্দ্র বর্মণ বজ্রপাতে আহত হন। নির্মাণ শ্রমিক সুশীল চন্দ্র ঐ গ্রামের মৃত ঘুটুু চন্দ্র বর্মণের ছেলে।
পৃথক পৃথকভাবে ছাপড়হাটি ও হরিপুর ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী ও নাফিউল ইসলাম সরকার জিমি পৃথক ঘটানার সত্যতা স্বীকার করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিশেশ্বর রায় জানান, বজ্রপাতে আহত দুই ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা কিছুটা শঙ্কামুক্ত। থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, পৃথক ঘটনা নিশ্চিত করেছেন।
এস/আর