ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে গৃহবধূকে গলা কেটে হত্যা, আটক ২

admin
ডিসেম্বর ১৭, ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ইসমত আরা (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শফিকুল ইসলাম ও দেবর শফিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।

রবিবার সকালে সৈয়দপুর উপজেলার কয়ানিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা।

ওসি শাহজাহান পাশা বলেন, স্থানীয়রা বাসার পেছনে ইসমতের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ইসমত তার স্বামী, সন্তান ও দেবর শফিয়ার রহমানকে (৪৫) নিয়ে কয়ানিজপাড়ার বাসায় থাকতেন। রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয় পুলিশ প্রাথমিকভাবে ধারণ করছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।