খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: আকাশে গর্জন আর শিলা বৃষ্টির মধ্য দিয়ে মওসুমের প্রথম বৃষ্টিপাতে দিনাজপুরের আম-লিচুর মুকুলসহ ফসলের ক্ষতি হয়েছে। এসময় পার্বতীপুরে ঘরের টিনের উপর কাজ করার সময় বৃষ্টিতে শিলার আঘাতে সৈয়দ আলী নামে একজনের মৃত্যু হয়েছে।
মৃত সৈয়দ আলী (৫৫) পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।
অপরদিকে, পার্বতীপুর পৌরসভার রুস্তমনগর মহল্লার গোলাম রসুল মিন্টু নামের এক ব্যক্তি (৫২) তার নিজ বাড়িতে শিলা পাথরের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার ঝড়ো হাওয়া আর কালো মেঘে আচ্ছন্ন হয়ে শিলা বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও অনেক গাছ উপড়ে পড়ে যায়। দিনাজপুর সদর, কাহারোল, খানসামা, চিরিরবন্দর, সেতাবগঞ্জসহ বিভিন্ন উপজেলায় প্রবল বেগে দমকা হাওয়ার সাথে এ শিলা বৃষ্টি হয়েছে। টিনের চালাবিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে গাছ উপড়ে পড়েছে। শিলাবৃষ্টি ও ঝড়ে অসংখ্য ঘড়বাড়ি ও টিনের চাল ফুঁটো হয়ে যায়। পাশাপাশি আম-লিচুসহ বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে।
পার্বতীপুরের চন্ডিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম এর সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার দুপুর ১২টায় পার্বতীপুরে ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়। শিলা পাথরের আঘাতে চন্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের সৈয়দ আলী (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। ঝড়ের সময় সে তার নিজ ঘরের টিনের চালা সংস্কার করছিলেন। শিলা পাথরের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ১৫ মিনিট স্থায়ী শিলা বৃষ্টি ও ঝড়ে অসংখ্য ঘড় বাড়ি ও টিনের চাল ফুঁটো হয়ে যায়। আম, লিচু, ভুট্টা ও গমেরও ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ