ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন

admin
ডিসেম্বর ১৬, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়ালের কোপে আনিছুর রহমান (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক সুজনকে (২৫) আটক করেছে।

আজ সদর উপজেলা রহিমানপুর মাদ্রাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান (৪০) ও ঘাতক সুজন (২৫) দুজনেরই বাড়ি সদর উপজেলার রহিমানপুর গ্রামে।

প্রত্যক্ষর্দী ও পুলিশ সূত্রে জানাযায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে রহিমানপুর মাদ্রাসা বাজারে আনিছুর ও সুজনের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটকাটি হয়। এক পর্যায়ে সুজন কুড়াল দিয়ে আনিসুরকে কোপাতে থাকে। স্থানীয়রা আনিছুরকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে স্থানীয়রা সুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঠাকুরগাঁও থানার ওসি অপারেশন সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।