খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: পেজ থ্রি-র শিরোনামে আবার করিশ্মা শর্মা। এবারেও বেশ সাহসী অবতারেই হাজির হলেন ‘রাগিনী এম এম এস রিটার্নস’-এর এই অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন করিশ্মা শর্মা। আর সেখানে ফের তাঁকে দেখা যাচ্ছে সাহসী অবতারে। ছবিতে টপলেস হয়ে পোজ দিয়েছেন করিশ্মা। যে ছবি দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল শুরু হয়েছে। তবে সাহসী ফটোশুট নিয়ে কোনও মন্তব্য করেননি করিশ্মা। ছবি নিয়ে সমালোচনা যেভাবেই হোক না কেন, তিনি মুখে রা কাটেননি।
এদিকে এশিয়ার দ্বিতীয় ‘সেক্সিয়েস্ট উইমেন’-এর তালিকায় জায়গা করে নিয়েছেন করিশ্মা। প্রিয়াঙ্কা চোপড়ার পরেই জায়গা করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, এশিয়ার দ্বিতীয় ‘সেক্সিয়েস্ট উইমেন’-এর শিরোপা জিতে করিশ্মা পিছনে ফেলে দিয়েছেন দীপিকা পাডুকন, ক্যাটরিনা কাইফকেও।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন