খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শরিফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার মহদিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শরিফুল সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জগৎবার গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে। তিনি মহাদীপুর ইউনিয়নের পেপুলিজোড় গ্রামে টিপিএল নামে একটি ইটভাটায় পোড়াই কর্মী হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, দুপুরে শরিফুল পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শরিফুলের ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল আলম জানান, শরিফুলের মৃগীরোগ ছিল। ধারণা করা হচ্ছে গোসল করার সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ