খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: ঈদে মিলাদুন্নবী ( সা.) উপলক্ষে শনিবার (২ ডিসেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার কার্যকম স্বাভাবিক রয়েছে। হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান মন্ডল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শনিবার ঈদে মিলাদুন্নবী ( সা.) উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। তাই আজ হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানিসহ কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। শুক্রবারও সাপ্তাহিক ছুটি থাকায় কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপারের জন্য কাস্টমসের একটি বিভাগ খোলা রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব হোসেন জানান, আগামীকাল রবিবার থেকে কাস্টমসের সকল কার্যক্রম পুনরায় চালু করা হবে।’
খবর২৪ঘণ্টা.কম/রখ