সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ২৯ আগস্ট ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ভাতের মাড়েই রয়েছে ম্যাজিক! কী উপকার জানলে আজ থেকেই ব্যবহার করবেন

অনলাইন ভার্সন
আগস্ট ২৯, ২০১৮ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: যতই ফাস্ট ফুডের রমরমা থাকুকস বাঙালির এক বেলা ভাত না হলে চলে না। আর ভাত রান্না করলে ভাতের মাড় তো পাওয়া যাবেই। ভাতের মাড় ব্যবহার সাধারণত কাপড় কাচার জন্য ব্যবহার করা হয়। কিন্তু ভাতের মাড়ের রয়েছে আরও অনেক গুণ।

একটি জাতীয় হেলথ ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, রূপচর্চার ক্ষেত্রেও ভাতের মাড়ের জুড়ি মেলা ভার। জেনে নিন ভাতের মাড় ব্যবহার করলে রূপচর্চায় কী কী উপকার পাবেন—

• মশ্চেরাইজার হিসেবে ভাল কাজ করে ভাতের মাড়। ত্বককে হাইড্রেটেড রাখে।

• ভাতের মাড় দিয়ে ধুলে ত্বক পরিষ্কার হয়।

• ত্বকের কালচে ভাব দূর হয়।

• ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে এবং ত্বক নরম হয়।

• বলিরেখা ও ডার্ক সার্কেল দূর হয়।

• ব্রণ ও অ্যাকনে এড়ানো যায়।

• চুলের কন্ডিশনার হিসেবেও ভাল কাজ করে ভাতের মাড়।

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।