খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় সেলিম মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত সেলিম উপজেলার সুন্দ্রাদিল গ্রামেতর এলাম খা’র ছেলে।
মাধবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল হক বলেন, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সেলিম মিয়া মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। স্থানীয়রা বুধবার (১৯ ডিসেম্বর) ভোরে সুন্দ্রাদিল এলাকার একটি ধান ক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে খুন করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর বিষয়টি জানা যাবে বলেও জানান এসআই মমিনুল।
খবর২৪ঘণ্টা.কম/রখ