খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামের কাছে সড়ক দুর্ঘটনায় রাশিদুল হাসান (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। আজ সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় রাশিদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনার পর বেলা সোয়া নয়টার দিকে মারা যান তিনি। তিনি আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, রাশিদুল হাসান ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। সোমবার সকালে তিনি মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বারের (স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত যান) সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন রাশিদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া নয়টার দিকে তিনি মারা যান।
খবর২৪ঘণ্টা.কম/রখ