খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ইন্দুরকানীতে স’মিলের করাতে লুঙ্গি পেঁচিয়ে এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে খোলপটুয়া গ্রামের মোসলেম আলী আকনের ছেলে আবুল কালাম আকন (৪৫) উপজেলার চন্ডিপুর গ্রামের বটতলা এলাকায় ভাই ভাই করাতকলে গাছ কাটাতে যান।
এ সময় মিল শ্রমিকদের সঙ্গে তিনিও গাছ ধরে টেবিলের ওপর তোলার সময় তার পরনের লুঙ্গি পেঁচিয়ে করাতে কেটে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত আবুল কালাম বটতলা বায়তুল হাসান জামে মসজিদের ইমাম।
ভাই ভাই করাত কলের মালিক ও ইউপি সদস্য আবুল হোসেন জানান, আবুল কালাম আকন স’মিলে গাছ কাটতে এসে শ্রমিকদের সঙ্গে গাছ তুলে মেশিনে দেবার সময় তার লুঙ্গি পেঁচিয়ে করাতে কেটে গুরুত্বর আহত হয় তিনি। পরে হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।
ইন্দুরকানী থানা পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ