সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী মহানগরীতে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেন ডিস্ট্রিক্ট ৩১৫ এর অর্থায়নে চক্ষুরোগীদের ক্যাম্পের মাধ্যমে বাছাইকৃত ছানি রোগীদের অপারেশন করা হয়। অপারেশনের যাবতীয় লেন্স ওষুধ কালো চশমা অপারেশন কালীন খাওয়া এবং হাসপাতাল বেড ভাড়া সম্পূর্ণ ফ্রি। অপারেশন করেন চক্ষু সার্জন ডাক্তার মোহাম্মদ ফিরোজ উদ্দিন চক্ষু ক্যাম্পটি শাহ মখদুম থানার মোড় এর ৩০০ গজ পূর্বে নব কল্যাণ সংঘ পবা নতুন পাড়ায়। বাংলাদেশ আনসার ও ভিডিপি ‘র ১৮ -নং ওয়ার্ড দলনেতা মোহন আলীর আয়োজনে ও সার্বিক সহযোগীতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে ৬০০ রোগীকে
চক্ষু সেবা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন শাহমখদুম থানার ওসি এসএম মাসুদ পারভেজ, বাংলাদেশ আনসার ও ভিডিপি বোয়ালিয়া থানার টি আই মেজবাউল হক, সার্বজনীন সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, এছাড়া উপস্থিত ছিলেন, সার্বজনীন সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও সদস্যবৃন্দ আশকান আলী মন্ডল, সংগীত শিল্পী সানি, নারী ও হোসেন হোসেন, ফরহাদ হোসেন রানা,ইমরান আলী, সবুজ টিটু,লালন,হিমেল, সোহেল, নুরুল ,অমিত, উৎসব, শুভ ফাহিম আখতার, নাজমুল, রাজা,মামুন প্রমুখ।
আর/এস