নাটোর প্রতিনিধি: নাটোররে বড়াইগ্রামে মোবাইল ফোনে ডেকে নিয়ে গৃহবধূকে গণ র্ধষনরে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় চাঁদ ও রাজু নামে ২ জনকে আটক করছেে পুলশি।বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান,লালপুর উপজলোর ওয়ালিয়া
গ্রামের প্রাইভেট কার চালক ছাইফুল ইসলামের স্ত্রীর সাথে মোবাইল ফোনে বন্ধুত্বরে সর্ম্পক গড়ে ওঠে র্পাশর্বতী বড়াইগ্রাম উপজলোর চাঁদ আলীর সাথে। বৃহস্পতবিার সন্ধ্যায় চাঁদ আলী ফোন করে ওই গৃহবধূর সাথে দেখা করতে চায়। গৃহবধূ বড়াইগ্রামরে ভবানীপুর গ্রামে গেলে চাঁদ সহ ৪/৫ জন তাকে জোর করে পাশের একটি জমিতে নিয়ে গিয়ে জোর করে গণ
র্ধষণ করে পালিয়ে যায়।পরে ধর্ষতা লালপুরে ওয়ালিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে পুলিশ বড়াইগ্রাম থানার সাথে যোগাযোগ করে পরে আসামি ধরতে উভয় থানা পুলিশ অভিযান চালায়। এ ঘটনায় আজ শনিবার বড়াইগ্রাম থানায় একটি র্ধষণ মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আলী জানান, তার মেডিেল রিপোর্টের এর জন্য নাটোর আধুনকি সদর হাসপাতালে প্ররেণ করা হয়ছে।
খবর২৪ঘণ্টা, জেএন