নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর দড়িকাছিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার দুপুরে গুরুদাসপুর উপজেলার ৭৪ নং দড়িকাছিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০১৮ এর ফলাফল ঘোষনা করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭৪নং দড়িকাছিকাটা সরকারী প্রাঃ বিদ্যালয় সভাপতি মোঃ সাজেদু রহমান।এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ শামছুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক মোছাঃ মোমেনা খাতুন, সহকারী শিক্ষক মোঃ মাসুদুর রহমান। এছাড়াও অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃন্দ এবং স্হানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেধা তালিকায় ১ম, ২য়, ৩য়, স্থান অধিকার করেন ১ম শ্রেণীঃ-১ম- মোছাঃ মহুয়া খাতুন, ২য়- মোছাঃ লতা খাতুন ,৩য়- মোছাঃ হাসনা হেনা। ২য় শ্রেণীঃ- ১ম- মোঃ সুমন আলী, ২য়- মোছাঃ দিলরুবা খাতুন ,৩য়- মোছাঃ নাহিদা খাতুন। ৩য় শ্রেণীঃ- ১ম- মোঃ ইমন আলী, ২য়- মোছাঃ কাকলী আক্তার, ৩য়- মোঃ ছাব্বির হোসেন। ৪র্থ শ্রেণীঃ- ১ম- রাবেয়া খাতুন রাখি ,২য়- রাহমি সুলতানা আলো, ৩য়- হ্নদয় হোসেন।
তৃতীয়, চতুর্থ শ্রেণীতে মেধা তালিকায় ৬৭৯ নং পেয়ে ১ম হয়েছে রাবেয়া খাতুন রাখি এবং ১ম, ২য় শ্রেণীতে ৪৮৮ নং পেয়ে মোঃ সুমন আলী মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/জন