পুঠিয়া প্রতিনিধি :
একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া—দু্র্গাপুর ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিম মোস্তফা প্রতীক বরাদ্দের পর প্রচারণায় করেন। মঙ্গলবার তার নির্বাচনী বানেস্বর ও শীবপুরহাট এলাকায় গণসংযোগ করেন । ওই এলাকার জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ্যডঃ নাদিম মস্তোফা দিনব্যাপি গণসংযোগে বানেশ্বর ও র্শীবপুড় বাজারের প্রতিটি দোকানের মালিক, কর্মচারী, সাধারণ জনগণ, ও অটো ভেন, রিক্সা চালোক সহ বাসা বাড়িতে গিয়ে দোয়া চান তিনি । এসময় , তিনি বলেন এবারে
নির্বাচন বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন আমার মায়ে মুক্তির নির্বাচন। দেশের মানুষকে মুক্ত করতে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। সেইসাথে জনসাধারণের সহযোগীতা চেয়ে থাকেন আরও বলেন দেশের জনগণনের মাধ্যমে আমরা বিজয় হবো পুঠিয়া শীবপুর জনগণ পারে আমাকে নির্বাচিত করে দেশনেত্রী খালেদা জিয়াকে
খবর ২৪ ঘণ্টা/আর